ঢাকা, মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪

কলম্বিয়ায় ভূমিধসে ১৪ প্রাণহানি

দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়ায় প্রবল বর্ষণের ফলে সৃষ্ট ভূমিধসের ঘটনায় মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) অন্তত ১৪ জনের প্রাণহানি ঘটেছে। এতে আহত হয়েছেন কমপক্ষে ৩৪ জন। ব্রিটিশ মিডিয়া বিবিসি নিউজ জানায়, দেশটির জাতীয় দুর্যোগ সংস্থা এরই মধ্যে বিবৃতির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে।


কলম্বিয়ার মধ্য-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ রিসারালদার পার্বত্য এলাকায় প্রবল বর্ষণের ফলে ভূমিধসের ঘটনাটি ঘটে। এতে দারিদ্রপীড়িত দোসকুয়েব্রাদাস পৌরসভার অনেক ঘরবাড়ি ধসে যায়।


এ দিকে স্থানীয় কর্মকর্তা কার্লোস মায়া বলেছেন, আমরা এ ভূমিধসে ১৪ জনের মৃত্যুর এবং ৩৪ জন আহত হওয়ার খবর পেয়েছি।


অপর দিকে জাতীয় ঝুঁকি ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ জানায়, উদ্ধার দল জীবিতদের সন্ধানে কাদামাটি সরিয়ে ফেলার কাজ অব্যাহত রেখেছে।

ads

Our Facebook Page